মির্জা আব্বাসের স্ত্রীর খোঁজখবর নিতে শাহজাহানপুরের বাসায় বিএনপির নেতৃবৃন্দ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী কারারুদ্ধ মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ রোববার সন্ধ্যায় মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় গিয়ে তাঁর স্ত্রী আফরোজা আব্বাসের খোঁজখবর নেন বিএনপির নেতারা।
এ সময় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবীব, ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মকবুল হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে অসংখ্য ককটেল পাওয়ার দাবি করে পুলিশ।
এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান মামলা করেন। ওই মামলায় মির্জা ফখরুল ও আব্বাসকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠান। আগামীকাল ওই মামলায় জামিনের শুনানি হবে। এর আগে আজ সন্ধ্যায় মির্জা ফখরুরের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবন্দ।