মুক্তি পেলেন শিমুল বিশ্বাস
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জামিনে মুক্তি পেয়েছেন। কেরাণীগঞ্জ কারাগার থেকে বের হওয়ার পর দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কেরাণীগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে।