মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পিকআপ ভ্যানের চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ সময় ওই পিকআপের চালক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম আবদুস সালাম। তিনি পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দা। আহত চালক লাবলু কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাইদুর রহমান খান দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৯-০২১২) বাউশিয়া পাখির মোড় এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে- মুচড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানের চালকের সহযোগী নিহত ও চালক আহত হন।
এ ব্যাপারে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন জানান, বর্তমানে মরদেহ ভবেরচর ফাঁড়িতে রয়েছে।