মুন্সীগঞ্জে ৯ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন
মুন্সীগঞ্জের গজারিয়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে ৯ কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। লাইনটির মাধ্যমে প্রায় ছয়শ অবৈধ সংযোগ চালু ছিল বলে তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভিটিকান্দি, আলীপুরা, পৈক্ষারপাড় গ্রামে শুরু হয় এ অভিযান।
তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের উভয় পাশের দুটি অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করেছি আমরা। ভিটিকান্দি বাসস্ট্যান্ড থেকে আলীপুরা হয়ে পৈক্ষার পর্যন্ত ৮ কিলোমিটার একটি অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয় যার মাধ্যমে পাচঁশ অবৈধ সংযোগ চালু ছিল। অন্যদিকে, মহাসড়কের অপর পাশে ভিটিকান্দি গ্রামের এক কিলোমিটার দীর্ঘ একটি লাইন বিচ্ছিন্ন করা হয়েছে যার মাধ্যমে একশ’র বেশি অবৈধ সংযোগ চালু ছিল। এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন গজারিয়া থানার পুলিশ।’
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়ার সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম, মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান প্রমুখ।