মুন্সীগঞ্জ পৌরসভায় আ.লীগের ফয়সাল নির্বাচিত
মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব (নৌকা প্রতীক) নিয়ে জয়লাভ করেছেন। আজ শনিবার নির্বাচন শেষে রাতে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা আরিফুল হক বেসরকারিভাবে এ বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, ‘হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব (নৌকা প্রতীক) পেয়েছেন ২৭ হাজার ২৭৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শহিদুল ইসলাম (ধানের শীর্ষ) পেয়েছেন ২৬৪ ভোট।
এ ছাড়া এ পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয় লাভ করেছেন যথাক্রমে ১ নম্বর ওয়ার্ডে খায়রুল ইসলাম (উটপাখি), ২ নম্বর ওয়ার্ডে মো. সোহেল রানা রানু (পানির বোতল), ৩ নম্বর ওয়ার্ডের মো. মকবুল হোসেন (ডালিম), ৪ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন (ব্লাকবোর্ড), ৫ নম্বর ওয়ার্ডে মো. মতিউর রহমান স্বপন (পাঞ্জাবি ), ৬ নম্বর ওয়ার্ডে আবু সাত্তার মুন্সি (টেবিল ল্যাম্প), ৭ নম্বর ওয়ার্ডে শফিকুল হাসান তুষার (পানির বোতল), ৮ নম্বর ওয়ার্ডে আওলাদ হোসেন (উটপাখি), ৯ নম্বর ওয়ার্ডে সাজ্জাদ হোসেন সাগর (উটপাখি)।
এদিকে, সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নার্গিস আক্তার (আনারস), পারভিন আক্তার (আনারস), রুমা বেগম (জবা ফুল)।
মুন্সীগঞ্জ পৌরসভায় ২৫টি কেন্দ্রে ৫৩ হাজার ৩৭৪ জন ভোটার রয়েছেন।