মৃত ফুফাকে দেখতে গিয়ে লাশ হলেন শারমিন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফুফার লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন শারমিন আক্তার শরীফা (২৮)। দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে কুলিয়ারচর পৌরসভা মোড় সংলগ্ন এলাকায়।
শারমিন আক্তার উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী। এ দুর্ঘটনায় আহত হয়েছে কোলে থাকা তার পাঁচ বছরের শিশু খাদিজা আক্তার, ননদ নূরুন্নাহার (৩৫) ও সিএনজিচালিত অটোরিকশাচালক অন্তর (১৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুফার মৃত্যুর সংবাদ পেয়ে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কুলিয়ারচর বাজার এলাকায় যাচ্ছিলেন শারমিন। পথিমধ্যে পৌরসভা মোড়ে বালুবোঝাই একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশাটিতে থাকা শারমিন আক্তার, তাঁর কোলে থাকা পাঁচ বছরের শিশুকন্যা খাদিজা আক্তার, ননদ নূরুন্নাহার ও চালক অন্তর (১৫) আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে শারমিন মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, নিহত শারমিনের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাসহ ট্রাক্টরটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে পালিয়ে গেছে ট্রাক্টরের চালক।