মেঘনায় ভাসছিল দুই কিশোর, উদ্ধার করলেন ওসি
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে ভাসমান দুই কিশোরকে উদ্ধার করেছে গজারিয়া পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে ওই দুই কিশোরকে উদ্ধার করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন।
উদ্ধারকৃত কিশোররা হলো সজীব (১২) ও মেহেদুল (১৩)। তাদের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ‘পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার জন্য আজ বেলা ১১টার দিকে স্পিডবোটে করে মেঘনা নদী পার হচ্ছিলাম। এ সময় ভাসমান দুই কিশোরের চিৎকার শুনে স্পিডবোট থামিয়ে তাদের উদ্ধার করি। এরপর তাদের মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নিয়ে আসি।’
ওসি বলেন, ‘কিশোর দুটি আমাকে জানিয়েছে তারা লঞ্চে পানি বিক্রি করে। ইমাম হাসান-৫ লঞ্চে করে তারা ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল। তাদের ভাড়া না থাকায় লঞ্চ কর্তৃপক্ষ তাদের ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়।’
ওসি রইস উদ্দিন আরও বলেন, ‘ পরে ওই দুই কিশোরকে দুপুরের খানা খাওয়াই। এরপর তাদের পরিবারের সঙ্গে কথা বলে ১০০ টাকা ভাড়া দিয়ে ওই দুজনকে আল-বোরাক লঞ্চে তুলি দেই।