মেট্রোরেলের গেটে বৃদ্ধের মরদেহ
রাজধানীর আগারগাঁওয়ের মেট্রোরেলের গেট থেকে শাহাবুদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
আজ (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) কে এম মনছুর এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কে এম মনছুর বলেন, ‘শাহাবুদ্দিন একজন রিকশাচালক। তিনি তাঁর রিকশায় যাত্রী নিয়ে আগারগাঁও এসেছিলেন। পরে মেট্রোরেলের গেটে দাঁড়িয়ে ছিলেন তিনি। পৌনে ১২টার দিকে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। পড়ে যাওয়ার পরে জোরে জোরে দু-তিনবার নিশ্বাস নেন। তারপর তিনি ঘটনাস্থলেই মারা যান।’
কে এম মনছুর বলেন, ‘আমরা মোটামুটি নিশ্চিত হই, শাহাবুদ্দিন স্ট্রোক করে মারা যান। ঘটনাস্থলে আমাদের পুলিশের একটি টিম ছিল। ওই বৃদ্ধের রিকশার পেছনে একটি মুঠোফোন নম্বর দেওয়া ছিল, সে নম্বরে আমরা কল দিই। কল ধরেন রিকশার মালিক। পরে ওই মালিক শাহাবুদ্দিনের ছেলে এনামুল হককে (৩২) ঘটনাস্থলে নিয়ে আসেন।’
এ এসআই আরও বলেন, ‘এ মৃত্যুর ঘটনায় এনামুল হক বা রিকশার মালিকের কোনো অভিযোগ নেই বলে আমাদের জানান। পরে আমরা হাসপাতালে না নিয়ে মরদেহ বৃদ্ধের ছেলের কাছে হস্তান্তর করি। মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশে এনামুল চলে গেছেন।’
পুলিশ জানিয়েছে, শাহাবুদ্দিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলের বোরগাঁও। তিনি তার পরিবারসহ আগারগাঁওয়ের শামীম সরণিতে থাকতেন।