মেট্রোরেল : শেষ স্প্যানে যুক্ত হলো উত্তরা-মতিঝিল
স্বপ্নের মেট্রোরেলে এবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল যুক্ত করতে সর্বশেষ স্প্যানটি বসানো হয়েছে। এর মাধ্যমে শেষ হলো মেট্রোরেলের স্প্যানের পুরো কাজ।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশন সংলগ্ন পিয়ার ৫৮২ ও ৫৮৩ সংযোগকারী এই স্প্যানটি বসানো হয়। এর মাধ্যমে শেষ হলো মেট্রোরেলের প্রথম একটি অংশের স্প্যানের পুরোপুরি কাজ। তবে স্প্যানগুলোতে এখনও রেললাইন বসানোর কাজ চলছে।
এই স্প্যান বসানোর মধ্য দিয়ে যেমন দৃশ্যমান হলো দেশের প্রথম মেট্রো রেললাইন তেমনি শেষ হলো মেট্রোরেলের ৬ নম্বর লাইনের উড়াল পথের নির্মাণ কাজ। আগামী ১৬ ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করার লক্ষ্যে এরই মধ্যে পাঁচ কিলোমিটার উড়ালপথে রেললাইন বসানো হয়েছে।
এ সময় ভার্চুয়ালি গণমাধ্যমকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত লাইনের ইরেকশন সম্পন্ন হয়েছে। এর সার্বিক গড় অগ্রগতি ৭৪ শতাংশ।
এম এ এন সিদ্দিক আরও বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের মধ্যে কাজ করাই বড় চ্যালেঞ্জ। যারা কর্মরত আছে তারাও সংক্রমিত হচ্ছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে লক্ষ্যমাত্রা অর্জন করাই আমাদের টার্গেট। সংক্রমণ নিয়ন্ত্রণে আমাদের আগের যেসব ব্যবস্থা রয়েছে তা চলমান। ওমিক্রন আসার পর এখন পর্যন্ত শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে।
মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশে ভূমি অধিগ্রহণ কাজ চলছে উল্লেখ করে এম এ এন সিদ্দিক বলেন, আমাদের টার্গেটের কোনো পরিবর্তন হয়নি। প্রকল্প এলাকায় প্রবেশ ও বের হওয়ার স্থানগুলোতে যেন স্বাচ্ছন্দ্যময় পরিবেশে চলাফেরা করা যায়, সে জন্যই অতিরিক্ত ব্যয় হচ্ছে। সেটি মূল প্রকল্পের সঙ্গে সংযুক্ত নয়। ভূমি অধিগ্রহণে ব্যয় বাড়ার কারণে এই ব্যয়টি বেড়েছে। এতে বেশ কিছু জিনিস সংযুক্ত করতে হয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কত টাকা ব্যয় বেড়েছে সেটি পুঙ্খানুপুঙ্খ জানানো হবে। সব মিলিয়ে প্রকল্পের ব্যয় নতুন করে আট হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
প্রকল্প পরিচালক আরও বলেন, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে দ্রুত সময়ে রেললাইন বসানো হবে। প্রকল্প এলাকায় হাই রেজুলেশন সম্পন্ন ফেস ডিটেকটেড সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ওঠানামার বিশেষ ব্যবস্থা থাকবে।