মেডিকেল বোর্ড ও বিএনপির বক্তব্যে মিল নেই : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্যে কোনো মিল নেই। মেডিকেল বোর্ড এখনো মনে করে না, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানো দরকার।’
আজ শনিবার বেলা ১১টার দিকে নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগ দেখা এবং চালক ও সাধারণ নাগরিকদের সচেতন করার জন্য নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা অত্যন্ত মানবিক। এখন বিএনপি বিষয়টিকে নিয়ে যেভাবে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, সেটা বাস্তবে কতটা সত্য, চিকিৎসকদের বক্তব্য, তাদের দলের বক্তব্যে কোনো মিল নেই। চিকিৎসকরা, যেখানে তাদের দলের লোকও আছে, পছন্দের ডাক্তারও আছে, সে মেডিকেল বোর্ড বলছে, তাঁর (খালেদা জিয়া) এখন চিকিৎসার কোনো সংকট নেই। তাঁর স্বাস্থ্য স্ট্যাবল আছে। তাঁকে বাইরে পাঠানোর মতো বাস্তব কোনো অবস্থান নেই। এটা বিএনপি বলছে, কিন্তু মেডিকেল বোর্ড সেটা বলছে না।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকালের বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি মনে করে, এই সংসদ অবৈধ, তাহলে তাদের সাত জন সংসদ সদস্য পার্লামেন্টে থাকছে কেমন করে? আন্দোলন করতে ব্যর্থ হয়ে বিএনপি নালিশি রোগে আক্রান্ত। এটা তাদের নালিশ করার রোগ।’
নতুন সড়ক পরিবহন আইন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নতুন সড়ক পরিবহন আইন করা হয়েছে। এ বিষয়ে সচেতন করার লক্ষ্যে চালকদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আমি বিশ্বাস করি, শৃঙ্খলা ফিরে আসলে সড়কে দুর্ঘটনা কমে যাবে।’
এ সময় চালকদের সচেতন করার জন্য লিফলেট বিতরণ করেন ওবায়দুল কাদের।