মেরামত হয়নি গ্যাস লাইন, দুর্ভোগে নগরবাসী
সাভারের আমিনবাজার সালেহপুর সেতুর নিচে ফেটে যাওয়া গ্যাসের লাইন দুই দিনেও মেরামত করতে পারেনি তিতাস কর্তৃপক্ষ। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।
ফেটে যাওয়া গ্যাসের লাইন মেরামত করতে তিতাস কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। কিন্তু মেরামতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানা গেছে।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। গত সোমবার রাতে সেতুর পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ভুল করে সেতুর নিচ দিয়ে যাওয়া গ্যাসের লাইনে আঘাত করে তাঁরা। এতে লাইন ফেটে গিয়ে গ্যাস বের হতে থাকে।
পরে দুর্ঘটনার আশঙ্কায় তিতাস কর্তৃপক্ষ সেইদিন থেকেই ওই লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। লাইনটি এখনও মেরামত করা সম্ভব হয়নি। তবে কাজ চলমান রয়েছে।
এর ফলে আমিনবাজার, শ্যামলী, গাবতলী, মিরপুর, আদাবর, ধানমন্ডিসহ নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। যার ফলে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছে। খাবার কেনার জন্য হোটেলগুলোতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন গ্যাসের লাইনটি দ্রুত মেরামত করার নির্দেশ দিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) শফিকুল হাসান খাঁন। তিনি বলেন, ‘আজকের মধ্যে লাইনটি মেরামত করা সম্ভব হলে গ্যাস সরবরাহ ঠিক হয়ে যাবে।’