মেহেরপুরের তিন সীমান্ত গ্রামে ১৪ দিনের লকডাউন
মেহেরপুরের তিনটি সীমান্ত গ্রামে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খাঁন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই তিনটি গ্রামে লকডাউন ঘোষণা করা হয়। আজ সোমবার দুপুরে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া, হিন্দা ও মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক ড. মুনসুর আলম খাঁন বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুজিবনগর উপজেলার আনন্দবাস ও গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ও হিন্দা গ্রামে ওষুধ ও খাবারের দোকান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া চায়ের দোকানসহ অন্য দোকান ও আড্ডাস্থল বন্ধ থাকবে।
এ সময় তিনি জনসাধারণকে আতংকিত না স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।