মেয়র কাদের মির্জার বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়নি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে নিহত সিএনজিচালিত অটোরিকশার চালক আলাউদ্দিনের ভাই এমদাদ হোসেন মামলার এজাহার জমা দিয়েছেন। তবে এজাহারে সমস্যা আছে জানিয়ে মামলা এখনও নথিভুক্ত করেনি পুলিশ।
আলাউদ্দিনের ভাই এমদাদ হোসেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জাকে এক নম্বর আসামি করে তাঁর ভাই শাহাদাত হোসেন ও ছেলে মাশরুর কাদের তাশিকের নাম উল্লেখ করে ১৬৫ জনের নামে এজাহার দায়ের করেন।
গতকাল বৃহস্পতিবার রাতে থানায় লিখিত এই অভিযোগ দিলেও এখনও সেটি মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ। এমনটিই জানিয়েছেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল হক রনি।
গত মঙ্গলবার রাতে বসুরহাটে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অটোরিকশার চালক আলাউদ্দিন নিহত হন। এ ছাড়া আহত হয় আরও অর্ধশতাধিক। আলাউদ্দিন স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় তাঁর ভাই এমদাদ হোসেন ১৬৫ জনের নামে লিখিত অভিযোগ করেন।
এদিকে এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর আগে পৌর ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২৭ জনকে।
এদিকে বসুরহাট পৌরসভার সামনে বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। গতকাল রাতে মেয়র আব্দুল কাদের মির্জা সেখানেই ছিলেন। তাঁর সঙ্গে আছেন কয়েকজন অনুসারী।