মেয়ের শ্বশুরবাড়ির মেহমানদের জন্য বাজারে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে
বড় মেয়ের শ্বশুরবাড়ির নতুন মেহমানদের আসার কথা। তাঁদের আপ্যায়ন করতে হবে। তাই বাজার করতে বেরিয়েছিলেন মাকসুদ। কিন্তু, বাজার করে আর বাড়ি ফেরা হলো না তাঁর। কাভার্ডভ্যানের চাপায় সড়কেই প্রাণ হারালেন তিনি।
ভোলার লালমোহন উপজেলার মঙ্গলসিকদার সড়কে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
নিহত মো. মাকসুদ (৪৩) লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের পূর্ব চরকালাচাঁদ গ্রামের বাসিন্দা।
মাকসুদের স্ত্রী আমেনা বেগম জানান, তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রায় এক মাস আগে বড় মেয়ের বিয়ে দেন তাঁরা। মেয়ের শ্বশুরবাড়ি থেকে আজ শুক্রবার দুপুরে নতুন বেয়াই ও বেয়াইনের আসার কথা ছিল। এজন্য মাকসুদ গতকাল রাতে বাজার করতে অটোরিকশায় করে লালমোহনের উদ্দেশে রওনা দেন। পথে মঙ্গলসিকদার সড়কে দ্রুতগতির একটি কাভার্ডভ্যাশন পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। ওই সময় ঘটনাস্থলেই নিহত হন মাকসুদ।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে।