মে দিবস উপলক্ষে রাজধানীতে গণমিছিল করবে জাতীয় পার্টি
মহান মে দিবস উপলক্ষে আগামীকাল সোমবার (১ মে) রাজধানীতে গণমিছিল করবে জাতীয় পার্টি।
আজ রবিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান মে দিবস উপলক্ষে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার উদ্যোগে আগামীকাল সোমবার বিকেল ৩টায় রাজধানীর শ্যামপুরে গণমিছিল করবে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি।
গণমিছিলের আগে জুরাইন বিক্রমপুর প্লাজার সামনের সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে জাতীয় পার্টির নেতারা বক্তব্য দেবেন।