মোংলায় অসহায় পরিবারের মধ্যে নৌবাহিনীর সহায়তা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ছোবলে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নৌবাহিনী। আজ শনিবার সকালে মোংলা পোর্ট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার ও দক্ষিণচর এলাকার দুস্থ ও অসহায় দেড়শ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে নৌবাহিনী।
নৌবাহিনীর দেওয়া ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আটা, ছোলা, বুটের ডাল, লবণ ও ১০০ করে টাকা।
খুলনা নেভাল এরিয়ারের তত্ত্বাবধায়নে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এদিন খুলনা শহরের সোনাডাঙ্গায় হাফিজনগর বস্তি এলাকায় আড়াইশ পরিবার, পটুয়াখালী জেলার কলাপাড়ার লালুয়া ইউনিয়নের দেড়শ পরিবার এবং নৌঘাটি সোলাম মাথাভাঙ্গা এলাকায় ৭৫ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে নৌবাহিনী।
ত্রাণ বিতরণকালে সংশ্লিষ্ট এলাকার নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।