মোংলায় আকস্মিক ঝড়ে ঘরবাড়ি-গাছপালার ক্ষয়ক্ষতি
আকস্মিক ঝড়ে বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকায় ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় হঠাৎ ঝড়ে এ ক্ষয়ক্ষতির শিকার হয় ওই এলাকার বেশ কয়েকটি পরিবার।
চিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আকবর হোসেন জানান, গতকাল শনিবার মাগরিবের সময় জয়মনি এলাকার ওপর দিয়ে হঠাৎ ঝড় বয়ে যায়। কয়েক মিনিটের প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে ওই এলাকার মো. গফফার, সামছু চৌকিদার ও কালাম সরদারের তিনটি ঘর সম্পূর্ণ পড়ে গেছে। ঘর তিনটি ভেঙে তছনছ হয়ে গেছে। এ ছাড়া ঝড়ে আট থেকে ১০টি ঘরের চালা ও বেড়া উড়ে গেছে। বেশ কয়েকটি বড় বড় গাছপালা উপড়ে পড়েছে। ছিড়ে গেছে বৈদ্যুতিক খুঁটির তারও।
চিলা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ওলিয়ার রহমান বলেন, কয়েকদিন আগে গেল ঘূর্ণিঝড় ইয়াস, তারপর করোনা—এসব নিয়ে পরিস্থিতি খুবই খারাপ। এর মধ্যেই হঠাৎ ঝড় এসেছে, ঘর ভেঙে উড়ে গেছে, গাছপালা পড়ে গেছে। এখনও এলাকার সব ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।