মোংলায় আরও এক সপ্তাহ বিধিনিষেধ বাড়ল
বাগেরহাটের মোংলায় চলমান কঠোর বিধিনিষেধ আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে আরও সাত দিন বাড়ানো হয়েছে। আজ বুধবার ছিল চতুর্থ দফায় ঘোষিত সাত দিনের বিধি নিষেধের শেষ দিন।
আজ বিকেলে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে তা পালনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাগেরহাট জেলা প্রশাসক মো. আজিজুর রহমান।
হঠাৎ করে করোনা সংক্রমণ ও শনাক্ত বেড়ে যাওয়ায় গত ৩০ মে থেকে মোংলায় শুরু হয় কঠোর বিধিনিষেধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ‘বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সঙ্গে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সে সার্বিক পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়। শেষে জেলা প্রশাসক মো. আজিজুর রহমান নতুন করে মোংলায় আরও এক সপ্তাহের বিধিনিষেধ জারি করা কথা সবাইকে জানান।
এদিকে, আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন করোনা পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে সাতজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ শনাক্তের হার শতকরা ২২ ভাগ। এর আগে মঙ্গলবারের হার ছিল ৩৫, আর সোমবার ছিল ৪৩ ভাগ।