মোংলায় ইয়াবাসহ গ্রেপ্তার দুজন কারাগারে
বাগেরহাটের মোংলা উপজেলায় ৪২০ পিস ইয়াবাসহ আনিস সর্দার ও মুরাদ হাজারী নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে মোংলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আনিস সর্দার (৩৩) ও মুরাদ হাজারী (২৯) মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ এক সংবাদ বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার মামলার পর আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোংলায় অভিযান চালায় র্যাব-৬ খুলনার একটি দল। ওইদিন রাত ১১টার দিকে একটি স্কুলমাঠের পাশে ডা. বিপ্লবের ওষুধের দোকানের সামনে ইয়াবা কেনাবেচার সময়ে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৪২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা মিঠাখালী ও আশেপাশে এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে র্যাবের সংবাদ বার্তায় উল্লেখ করা হয়।
এদিকে, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’