মোংলায় এক সপ্তাহে করোনা শনাক্তের হার ৬৫ ভাগ
বাগেরহাটের মোংলা উপজেলায় গত এক সপ্তাহে ১৪৬ জনের মধ্যে ৯৩ জন এবং আজ শনিবার ৪৮ জনের মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ হিসাবে এ উপজেলায় করোনা শনাক্তের হার শতকরা ৬৫ দশমিক ৪৬ ভাগ।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, ‘আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন জায়গার ৪৮ জন করোনা উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষা করান। এদের মধ্যে ৩৪ জনের পজিটিভ হয়েছে।’
ডা. জীবিতেশ বিশ্বাস আরও বলেন, ‘আজ নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত এক সপ্তাহে এখানে ১৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয় তার মধ্যে পজিটিভ হয়েছে ৯৩ জনের। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা দিয়েছেন ১৯৪ জন এবং শনাক্ত হয়েছেন ১২৭ জন, নেগেটিভ রিপোর্ট এসেছে ৬৭ জনের।’
তবে এখনও পর্যন্ত এ এলাকায় ভারতীয় ভেরিয়েন্ট শনাক্তের কোনো তথ্য আসেনি বলেও জানান ওই চিকিৎসক।