মোংলায় কমেছে করোনা শনাক্তের হার
বাগেরহাটের মোংলায় করোনা শনাক্তের হার আগের চেয়ে কমেছে। গতকাল শনিবার করোনা শনাক্তের হার ছিল ৭১ শতাংশ। আজ রোববার তা কমে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস জানান, এর আগে দুই সপ্তাহ ধরে মোংলায় করোনা শনাক্তের হার ছিল ৫৫ থেকে ৭১ শতাংশ পর্যন্ত। তবে চলতি সপ্তাহের নমুনা সংগ্রহ প্রক্রিয়া শেষ না হলে করোনা পরিস্থিতি ঊর্ধ্বগতি নাকি নিম্নগামী তা বলা যাচ্ছে না।
ডা. জীবিতেষ বিশ্বাস আরও বলেন, ‘গত ৪ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭২ জন নমুনা পরীক্ষা করিয়েছেন। তার মধ্যে ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশেষ করে দুই সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার বাড়তে থাকে। গতকাল শনিবার শনাক্তের হার প্রায় ৭১ ভাগ হলেও আজ তা কমে দাঁড়িয়েছে ৫৩ ভাগ।’
ডা. জীবিতেষ আরও বলেন, ‘প্রতিনিয়ত যারা করোনা শনাক্ত হচ্ছেন তাঁরাও ঠিকমত বিধিনিষেধ মানছেন না। স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনও তাদের মানাতে পারছেন না। সংক্রমণরোধে আক্রান্ত কিংবা শনাক্তদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা খুবই জরুরি। এ জন্য অবশ্যই স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর হস্তক্ষেপের প্রয়োজন। আক্রান্তদের আটকাতে না পারলে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’
জেলা সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, মোংলায় শনাক্তের হার গড়ে শতকরা ৬৫ ভাগ। তবে মাঝেমধ্যে তা ওঠানামা করছে। এক সপ্তাহের কঠোর লকডাউন গেল মাত্র, আরও এক সপ্তাহ না গেলে পুরোপুরি পরিস্থিতি নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে বর্তমানে পরিস্থিতি খুব বেশি ঝুঁকিতে নেই।