মোংলায় কার্গো জাহাজ থেকে পড়ে লস্কর নিখোঁজ
বাগেরহাটের মোংলায় পশুর নদীতে কার্গো জাহাজ থেকে পড়ে জাবের আলী নামের এক লস্কর নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সন্ধানে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে স্থানীয় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশের ডুবরি দল।
নিখোঁজ হওয়া জাবের আলী (৪৫) নড়াইলের চুনখোলা গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে। তিনি কার্গো জাহাজ ‘এম ভি মোকসেদপুর-ফেনী’-এর লস্কর পদে চাকরি করতেন।
এম ভি মোকসেদুর-ফেনীর মাস্টার আব্দুর রশিদ জানান, মোংলা বন্দরের বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে পণ্য খালাস শেষে তাদের জাহাজটি ওই ফ্যাক্টরির সামনেই পশুর নদীর বয়ায় বাঁধা ছিল। আজ সোমবার সকাল ১১টার দিকে বয়া থেকে জাহাজটি ছেড়ে দেওয়ার জন্য রশি খুলতে যান লস্কর জাবের আলী। এ সময় রশিতে পা পেঁচিয়ে গেলে রাশির টানে নদীতে পড়ে যান তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজের সন্ধানে ঘটনার পর থেকেই পশুর নদীর ওই এলাকায় তল্লাশি শুরু করে স্থানীয় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে সহকারী উপপরিদর্শক (এ এস আই) মো. রুহুলকে পাঠানো হয়েছে। সেখানে নিখোঁজের সন্ধানে পুলিশের তত্ত্বাবধানে তল্লাশি অভিযান চলছে।
তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কার্গো জাহাজের পক্ষ থেকে কেউ কোনো লিখিত দেয়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।