মোংলায় ‘দাদির সঙ্গে ঝগড়ার পর কীটনাশক খেয়ে’ কিশোরের মৃত্যু
বাগেরহাটের মোংলা উপজেলায় কীটনাশক খেয়ে আবু জিহাদ শেখ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দাদির সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে ওই কিশোর আত্মহত্যা করেছে বলে দাবি করা হচ্ছে। উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমড়াতলা গ্রামে গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আবু জিহাদ শেখ আমড়াতলা গ্রামের বাবুল শেখের ছেলে।
জিহাদের চাচা শেখ রাসেল বলছেন, আবু জিহাদ শেখ গত বছর খুলনার একটি মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ পড়া সম্পন্ন করেছে। এরপর সে বাড়িতে চলে আসে। নতুন করে মাদ্রাসায় ভর্তির প্রস্তুতি চলছিল তার। কিন্তু, গতকাল শনিবার বিকেল ৫টার দিকে বাড়িতে দাদির সঙ্গে ঝগড়া হয় জিহাদের। ঝগড়ার জের ধরে অভিমান করে সন্ধ্যা ৭টার দিকে ঘরে থাকা চালের পোকা নষ্ট করার কয়েক প্যাকেট কীটনাশক খেয়ে ফেলে সে। কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ফয়সাল ইসলাম স্বর্ণ বলেন, ‘কীটনাশক খাওয়ার পর মুমূর্ষু অবস্থায় তাকে (জিহাদ) হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আনার পর তার পাকস্থলীতে জমা হওয়া কীটনাশক পরিস্কারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার মধ্যেই তার মৃত্যু হয়।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘জিহাদ নামের এক ছেলের আত্মহত্যার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’