মোংলায় মাদক কারবারি বেবী ফের গাঁজাসহ গ্রেপ্তার, সাড়ে তিন মাসের কারাদণ্ড
মোংলায় এক নারী মাদক ব্যবসায়ীকে (৩২) সাড়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে এ রায় দেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুরগিবাজার এলাকায় অভিযান চালায় নৌবাহিনী, কোস্টগার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবী বেগমের বসত ঘরে তল্লাশি চালিয়ে তারা আড়াইশ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই মাদক ব্যবসায়ী বেবীকে তিন মাসের কারাদণ্ডাদেশ এবং নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন। নগদ টাকা দিতে না পারায় আরও ১৫ দিনের সাজা বাড়িয়ে সাড়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগেও একাধিকবার গাঁজা ও ইয়াবাসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে আটক হন এই মাদক ব্যবসায়ী বেবী। বেবীর বিরুদ্ধে থানায় সাতটি মাদকের মামলা রয়েছে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকসহ তাকে আটক করে জেলহাজতে পাঠায়। সেই মামলায় জামিন নিয়ে এসে বেবী আবারও মাদকের কারবার শুরু করেন বলে জানিয়েছেন মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন।