মোংলায় ২০২ কেন্দ্রে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মোংলায় ২০২টি কেন্দ্রে শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার। পরে তিনি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে দেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীন বলেন, ‘উপজেলা এলাকার ১৪৫টি কেন্দ্রে ৮ হাজার ২০০ এবং পৌরসভার আওতাভুক্ত ৫৭টি কেন্দ্রে ৩ হাজার ৭০০ শিশুকে নীল ও লাল রঙয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।’
এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ৬ থেকে ১১ মাসের শিশুকে নীল এবং ১ বছর থেকে ৫ বছরের শিশুকে খাওয়ানো হচ্ছে লাল রঙয়ের ভিটামিন-এ ক্যাপসুল।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।