মোটরসাইকেলে বাসের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী আহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় ইয়ামিন আলী (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর স্ত্রী। উপজেলার শ্রীরামপুর উপজেলায় আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন আলী আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামের খেদের আলীর ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর এলাকায় আজ বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেলকে বাস ধাক্কা দিলে আহত হন মোটরসাইকেলের চালক ইয়ামিন আলী ও তাঁর স্ত্রী বুলবুলি বেগম। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক ইয়ামিন আলীকে মৃত ঘোষণা করেন। আহত বুলবুলি বেগমকে স্থানীয় ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা ইয়ামিন আলীর মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।