মোটরসাইকেল দুর্ঘটনার প্রাণ গেল দুই স্কুলবন্ধুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনার দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার শহরের হামিরদী বাসস্ট্যান্ড এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল উপজেলার পূর্ব সদরদী গ্রামের আবুল খায়েরের ছেলে সাকিব ফকির (১৬) এবং পুখুরিয়া নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের ছেলে শাহিন মাতুব্বর (১৫)। তারা দুজনই ব্রাহ্মণকান্দা এ এস একাডেমির অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, আজ সকালে সাকিব ও শাহিন দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে পুখুরিয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্য রওনা দেয়। তাদের মোটরসাইকেলটি হামিরদী বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন থেকে পিরোজপুরগামী একটি মোটরসাইকেল তাদের সজোরে ধাক্কা দেয়। এতে সাকিব ও শাহিন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ লাশ দুটি উদ্ধার এবং মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় নিয়ে আসে বলে জানান ওসি।