মোটরসাইকেল নিয়ে পদ্মা পাড়ি দিতে লাগছে ৬০০ টাকা
মুন্সীগঞ্জের মাওয়া ঘাট থেকে ৬০০ টাকায় পদ্মা পাড়ি দিচ্ছে যাত্রীরা। শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাটের অদূরে আজ বৃহস্পতিবার সকালে ট্রলারে করে মোটরসাইকেলসহ যাত্রীদের ৬০০ টাকায় পদ্মা পার হতে দেখা গেছে।
শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় সকালে ঘাট এলাকায় এসে বিপাকে পড়েন মোটরসাইকেলআরোহীরা। ফলে তাঁদের বাধ্য হয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে বাংলাবাজারের উদ্দেশে পদ্মা পাড়ি দিতে হচ্ছে। এ ক্ষেত্রে মোটরসাইকেলআরোহীদের গুনতে হচ্ছে ৬০০ টাকা।
মোহাম্মদ সোহেল নামের একজন মোটরসাইকেলচালক বলেন, ‘বরিশাল যাব। ঘাটে এসে দেখলাম ফেরি বন্ধ। তো কী করব... ইঞ্জিনচালিত ট্রলারে করে মোটরসাইকেলসহ পদ্মা পাড়ি দেব। ঢেউ আর স্রোত থাকলে কিছুই করার নাই। মোটরসাইকেল পারাপার করতে ৬০০ টাকা করে লাগছে। সঙ্গে ফ্যামিলি আছে, তাদের জন্য আলাদা ভাড়া।’
আহমেদ আফতাব নামের আরেক জন বলেন, ‘মাঝিরকান্দি যাব। শিমুলিয়া ঘাটে এসে দেখি ফেরি বন্ধ। কী করব বুঝতে পারছি না। অতিরিক্ত ভাড়া চাচ্ছে পদ্মা পার করিয়ে দিতে।’
রফিকুল ইসলাম নামের আরেক জন গোপালগঞ্জ যাবেন। তিনি বলেন, ‘একসঙ্গে আমরা অনেক মোটরসাইকেলআরোহী। আজ বের হয়ে শিমুলিয়া ঘাটে এসে বিপাকে পড়েছি। সবাই একসঙ্গে এখন বাংলাবাজার যাব। জনপ্রতি মোটরসাইকেল ও আরোহী ৬০০ টাকা ভাড়া নিচ্ছে পারাপারের জন্য।’