মোট টিকার ৯৯.৭ ভাগ ধনী দেশের কাছে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মোট টিকার ৯৯.৭ শতাংশ আছে ধনী দেশের কাছে। মাত্র ০.৩ শতাংশ আছে গরিব দেশগুলোর কাছে। এজন্য টিকা নিয়ে হাহাকার চলছে।
আজ বৃহস্পতিবার অনুদান হিসেবে ফিলিস্তিনকে চিকিৎসাসামগ্রী প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্বের যেসব দেশের কাছে টিকা আছে, তারা সবাই বলে আমাদের দিবে। কিন্তু কখন দেবে, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলে না। আমরা সবার সঙ্গে যোগাযোগ রেখে চলছি। প্রধানমন্ত্রীও এ বিষয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী প্রথম থেকে বলে আসছেন, টিকা যেন সার্বজনীন পণ্য হয় এবং সব দেশ যাতে টিকা প্রাপ্তির বিষয়ে সমান সুযোগ পায়। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হচ্ছে, মোট টিকার ৯৯.৭ শতাংশ আছে ধনী দেশের কাছে। মাত্র ০.৩ শতাংশ গরিব দেশগুলোর কাছে। এজন্য টিকা নিয়ে হাহাকার চলছে।’
ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘অস্ট্রেলিয়ার মোট লোকসংখ্যা হচ্ছে ২৫ মিলিয়ন। তারা টিকা সংগ্রহ করেছে ৯৩.৮ মিলিয়ন। আমরা তাদের কাছে চেয়েছি। তাদেরকে টিকা দেওয়ার জন্য বলেছি। তারা বলেছে, দেবে। কিন্তু হাতে আসছে না।’
‘আমরা যুক্তরাষ্ট্রকে টিকার জন্য অনুরোধ করেছি। আমাদের দেশে প্রায় ১৫ লাখ মানুষ প্রথম ডোজ নিয়েছেন। টিকা না পেলে তারা দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। আমরা জরুরিভিত্তিতে তাদের কাছে টিকা চেয়েছি’, যোগ করেন ড. মোমেন।