মোহাম্মদপুরে ব্যাগে ঝুলানো নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি মিনার মসজিদ ও মাদ্রাসার পাশের মাঠে সংস্কারের জন্য তৈরি করা টিনের বেড়ায় ঝুলানো একটি ব্যাগে রাখা ছিল।
আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) দেবাশীষ রায়।
দেবাশীষ রায় বলেন, ‘আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে যাই। তারপর মরদেহটি উদ্ধার করা হয়। নবজাতকের শরীরে রক্তও লেগে ছিল। আমরা ধারণা করছি, জন্মের সময় অথবা পরপরই শিশুটি মারা যায়। দাফন-কাফনের ঝামেলা এড়াতে এমনটি করা হতে পারে।
দেবাশীষ রায় আরও বলেন, যদিও এখন নিশ্চিত করে বলা যাবে না আসল ঘটনা। মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশের এ সহকারী কমিশনার বলেন, ব্যাগটিতে কে বা কারা নবজাতকের লাশ রেখেছে, সে বিষয়ে জানতে আমরা কাজ করছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহে কাজ চলছে।