মো. সাহাবুদ্দিন হচ্ছেন ২২তম রাষ্ট্রপতি
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন ওবায়দুল কাদের। এরপর তিনি মো. সাহাবুদ্দিন চপ্পুর মনোনয়নের বিষয় নিশ্চিত করেন
জানা গেছে, মো. সাহাবুদ্দিন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ। তিনি দুদক সাবেক কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিকে, আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এ সময়ে যদি আর কোনো মনোনয়ন জমা না পড়ে, তাহলে মো. সাহাবুদ্দিনই হচ্ছেন ২২তম রাষ্ট্রপতি।
যদিও নিয়ম অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হওয়ার কথা এবং ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
মো. সাহাবুদ্দিন চপ্পুর ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন ২২তম রাষ্ট্রপতি হতে চলা মো. সাহাবুদ্দিন চপ্পু। এরপর ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ কমপ্লেক্সে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য এই পদে অধিষ্ঠিত থাকেন।
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। সেই অনুযায়ী, তার পাঁচ বছরের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে।
সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার। বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী হলে, নির্বাচনের জন্য সংসদের সভা বা ভোটের প্রয়োজন হবে না।