মৌলভীবাজারে আরও ৪১ জন আক্রান্ত, স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
মৌলভীবাজার জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও ৪১ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৫ জন, শ্রীমঙ্গলে ১৫ জন, কুলাউড়ায় সাতজন, জুড়ীতে দুইজন, রাজনগরে একজন ও বড়লেখায় একজন।
সর্বশেষ আজ শনিবার সিভিল সার্জন অফিস থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৬১টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৫ শতাংশ। এর আগে গতকাল শুক্রবার ৯৩ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৩৯ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িছে ৪২ শতাংশ।
মৌলভীবাজারের সাত উপজেলার মধ্যে পাঁচটিতে ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে। প্রতিদিনই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। পাশাপাশি মৌলভীবাজার পৌরসভা করোনা নিয়ন্ত্রণে জনসাধারণকে সচেতন করতে প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ করছে।
আজ করোনা মহামারি কোভিভ-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একযোগে মৌলভীবাজার জেলার ১০টি পয়েন্টে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা, বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় ১৮৯ জনকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান নির্দেশনা অনুযায়ী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা সার্বিক তত্ত্বাবধানে ১০টি পয়েন্ট থেকে ১৮৯ জনের কাছ থেকে মোট ৪৪ হাজার৭৪৫ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সব উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা।
জেলা সদরে ম্যাজিস্ট্রেটদের মধ্যে উপস্থিত ছিলেন সানজিদা রহমান, আসমা উল হুসনা, মো. আরিফুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. তানভীর হোসেন, মো. রফিকুল ইসলাম, অর্ণব মালাকার, শামীমা আফরোজ, খাদিজা তাহিরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ।
জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘণ্টায় ১৬১টি নমুনা পরীক্ষায় পাঠালে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ২৫ ভাগ। এ পর্যন্ত জেলায় দুই হাজার ৮৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছে দুই হাজার ৫৭২ জন। হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৩৫ জন।
সরকারি হিসাবে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যুসহ জেলায় মারা গেছে ৩৪ জন।