মৌলভীবাজারে উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ
সীমান্ত জেলা মৌলভীবাজারে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। আজ বুধবার সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১৯ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৫৮ শতাংশ।
মৌলভীবাজারের সাত উপজেলার মধ্যে পাঁচ উপজেলার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় প্রতিদিনই চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানের নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে জনসাধারণকে সচেতন করতে প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ করা হচ্ছে।
জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, আজ সকাল পর্যন্ত তথ্য অনুযায়ী জেলায় দুই হাজার ৭৭৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে দুই হাজার ৫৪৯ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭ জন।
সিভিল সার্জন আরও জানান পিসিআর ল্যাবে পাঠানো ৭৭ জনের রিপোর্ট আজ বিকেলে আসবে। এ রিপোর্টগুলো আসার পর পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারি হিসাবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৩৩ জন।