মৌলভীবাজারে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
মৌলভীবাজারের রাজনগরে বাসচাপায় মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার দূপুর ১২টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগরের মাথিউড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুজন কর্মকার ও রাজন রায়। তাদের বাড়ি রাজনগর উপজেলায়।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ দুপুরের দিকে মাথিউড়া চা-বাগান এলাকায় ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুজন কর্মকার মারা যান। এ সময় তাঁর সঙ্গের আরও দুজন আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজন রায়কে মৃত ঘোষণ করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে দীপেন দাশ নামের একজনকে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, দুর্ঘটনার পর বাসচালক জনি মিয়াকে আটক ও বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।