মৌলভীবাজারে মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা
মৌলভীবাজারে আদালতে মিথ্যা মামলা দায়ের এবং প্রতিপক্ষকে হয়রানির অভিযোগে বাদীকে জরিমানা করা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান গতকাল সোমবার দুপুরে এই আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১২ আগস্ট মামলার বাদীর বসতবাড়ি সংলগ্ন কবরস্থানের জায়গার বিরোধ সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনাকে কেন্দ্র করে মো. শফিক মিয়া প্রতিপক্ষ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে ১৩ আসামির মধ্যে আটজনকে বাদ দিয়ে পাঁচজনকে আসামি করে আদালতে চার্জশিট দেওয়া হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ২১ আগস্ট আদালত তাদের খালাস দেন।
জানা যায়, মিথ্যা মামলা দায়ের করায় আদালত গতকাল সোমবার পূর্ণাঙ্গ রায়ে মামলার বাদী কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাতরা গ্রামের মো. শফিক মিয়াকে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে আদালত ওই মামলায় খালাসপ্রাপ্ত পাঁচ আসামিকে ক্ষতিপূরণ বাবদ প্রত্যেককে এক হাজার টাকা করে প্রদান অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।