মৌলভীবাজারে রিকশাচালকদের মধ্যে চাল-মুরগি বিতরণ
করোনাভাইরাস মহামারিতে অর্থকষ্টে থাকা মৌলভীবাজার পৌরসভার রিকশাচালকদের মধ্যে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদ আহমদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের বড়কাপন এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। এ সময় উপস্থিত ৫৫০ জন রিকশাচালকের মধ্যে ১০ কেজি চাল ও একটি করে মুরগি তুলে দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জালাল আহমদ, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক এস এম উমেদ আলী, সমাজসেবী আতাউর রহমানসহ অন্যরা।
এর আগে পৌর কাউন্সিলর মাসুদ আহমদ মধ্যবিত্ত ও অসহায় মানুষের ঘরে ঘরে মাছ, শুঁটকি, আলু, ডাল, লবণ, সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, কাকরোল, পুঁইশাক, ঢেড়স, মরিচ, লাউসহ খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
এ বিষয়ে কাউন্সিলর মো. মাসুদ আহমদ বলেন, ‘সমাজ হচ্ছে একটি পরিবারের মতো, আমরা সবাই এ পরিবারের সদস্য। করোনাভাইরাস মহামারির দুর্যোগকালে সবার সামর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিৎ।