মৌলভীবাজার পৌরসভায় দ্বিতীয়বারের মতো মেয়র হলেন ফজলুর রহমান
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মো. ফজলুর রহমান দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি ১৩ হাজার ৬৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. অলিউর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৭৩০ ভোট।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে মানুষের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ জানান, নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মৌলভীবাজার পৌরসভায় মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও নারী ভোটার ২০ হাজার ৬৯৬ জন। ১৭ হাজার ৪২৭ জন ভোটার ভোট প্রয়োগ করেন। ১৮টি ভোট কেন্দ্রে বুথের সংখ্যা ছিল ১২৫টি।