ম্যাজিস্ট্রেটের টাকা চুরি, এক আসামির কারাদণ্ড
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের মানিব্যাগ থেকে ১৪ হাজার টাকা চুরির মামলায় রাসেল নামে এক আসামির এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য জানিয়ে বলেন, বিচারক আসামি রাসেলকে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। তা দিতে ব্যর্থ হলে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
আইনজীবী আরও বলেন, রাসেলকে রায়ের সময় আদালতে হাজির করা হয়। রায়ের পরে তাঁকে আবার সাজা পরোয়ানা দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়।
নথি থেকে জানা যায়, গত ১৬ এপ্রিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের স্টার কাবাব হোটেলে ইফতারসামগ্রী কিনতে যান। ইফতারসামগ্রী কেনার পর টাকা দেওয়ার জন্য মানিব্যাগ খুললে দেখতে পান সেখানে ১৪ হাজার টাকা নেই।
এ ঘটনায় ১৭ এপ্রিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের অফিস সহায়ক জুয়েল নিউমার্কেট থানায় মামলা করেন। মামলার পরে পুলিশ রাসেলকে ১৮ এপ্রিল গ্রেপ্তার করে। এরপরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাসেল চুরির কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে গত ২০ মে নিউমার্কেট থানা পুলিশ আসামি রাসেলকে অভিযুক্ত করে সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।