ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের হাজি রোডে ফলের দোকানে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় আবু রায়হান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফুলবাড়ীয়ার উপজেলার ফায়ার ফাইটার সুরুজ্জামান আজ রোববার সকালে জানান, গতকাল রাত ৩টার দিকে উপজেলা সদরের হাজি রোডে একটি ফলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় অগ্নিকাণ্ডে পুড়ে দোকানের ভেতর ঘুমন্ত রায়হানের মৃত্য হয়।
সুরুজ্জামান আরও জানান, পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত যুবকের মরদেহ উদ্ধার করেন। মৃত যুবক রায়হান ফল ব্যবসায়ী শহিদুল ইসলামের ফলের দোকানের কর্মচারী ছিলেন।
ওই যুবকের বাড়ি উপজেলার বাক্তা গ্রামে। তিনি রজব আলীর ছেলে।
অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।