ময়মনসিংহে আ.লীগনেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের যত অভিযোগ
ময়মনসিংহের এক আওয়ামী লীগনেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে হালুয়াঘাটের মুক্তিযোদ্ধারা এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা আবদুল খালেক। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ও মুক্তিযোদ্ধা দিপরসন।
সংবাদ সম্মেলনে ওই আওয়ামী লীগনেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, মুক্তিযোদ্ধাসহ জ্যেষ্ঠ নাগরিকদের শারীরিক ও মানসিক নির্যাতন, ভূমি দখল, গাছ কাটা, অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন, বাজারের ঘর বরাদ্দ এবং ভিজিডি চক্রের দুস্থ মহিলাদের টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা দাবি করেন, হালুয়াঘাট উপজেলার ৫নং গাজিরভিটা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাজাকারের ছেলে। তিনি যুবদল থেকে এসে আওয়ামী লীগে যোগ দিয়ে গাজিরভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয়েছেন। তাকে মাদকাসক্ত উল্লেখ করে সব ধরনের সন্ত্রাসী ও অসামাজিক কাজের হোতা বলেও দাবি করা হয়েছে সংবাদ সম্মেলনে। তার চার ভাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মনির নামে এক ভাই মাদক মামলায় কারাগারে আছেন বলেও দাবি করা হয়েছে সংবাদ সম্মেলনে।
সম্প্রতি এক বৃদ্ধকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি মামলা করা হয়েছে। তার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
অভিযোগ করা হয়, দেলোয়ার হোসেন আওয়ামী লীগের সভাপতি হলেও হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে পারেননি বলেই জেনেটিক কারণে দীর্ঘদিন ধরে পাকিস্তানি কায়দায় গাজিরভিটা ইউনিয়নবাসীকে শোষণ ও নির্যাতন করে যাচ্ছেন। তার ইতিহাস শুধুই অত্যাচার, নির্যাতন ও শোষণের ইতিহাস। তার বাবা মরহুম হযরত আলী চেয়ারম্যান তালিকাভুক্ত রাজাকার ও শান্তি কমিটির সদস্য ছিলেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে। মুক্তিযোদ্ধা, শিক্ষক ও জ্যেষ্ঠ নাগরিকসহ অসংখ্য মানুষ তার অমানুষিক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তার নির্যাতন সইতে না পেরে মারাও গেছেন। দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন না দেওয়ার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় মনোনয়ন বোর্ডের প্রতিও আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।