ময়মনসিংহে কষ্টিপাথরসহ দুই পাচারকারী গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকা থেকে একটি কষ্টিপাথরসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৪। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকার মো. ছিদ্দিক (৬০) ও মো. সুলতান (৩৭)।
র্যাব-১৪-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক ইমেইল বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় র্যাব-১৪-এর ডিএডি মো. রফিকুল ইসলাম আজ বিকেলে বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এএসপি আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা বিদেশে পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরটি নিজেদের হেফাজতে রেখেছিলেন। এসব ছাড়াও পাথরে নির্মিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক মূর্তি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তারা বিদেশে পাচার করে আসছিলেন।
জব্দকৃত কষ্টিপাথরটির ওজন এক কেজি ২৩০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।