ময়মনসিংহে ‘কুড়াল দিয়ে’ বৃদ্ধকে হত্যা, ‘মাতাল অবস্থায়’ যুবক আটক
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মনোরঞ্জন সাংমা (৬৫) নামের এক বৃদ্ধকে কুড়ালের আঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ঢাকুয়া পশ্চিমপাড়া গ্রামে গতকাল রোববার সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় শিমুল চাম্বুগং (২০) নামের এক যুবককে মাতাল অবস্থায় আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মনোরঞ্জন সাংমা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বলে জানা গেছে।
ওসি জানান, মনোরঞ্জন সাংমা গতকাল রোববার সন্ধ্যায় নিজেদের ঘরের বারান্দায় বসে ছিলেন। ওই সময় শিমুল চাম্বুগং নামের এক যুবক একটি কুড়াল দিয়ে মনোরঞ্জনের বুকে কোপ দিলে তিনি নিহত হন। পরে স্থানীয়রা শিমুলকে মাতাল অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেন।
এরই মধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।