ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পুলিশ একটি ডোবা থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নগরীর শম্ভুগঞ্জ পাড়ালক্ষ্মীপুর গ্রামের মৃত মন্নাছ আলীর ছেলে রুবেল মিয়া (৩০) ঢাকায় শ্রমিকের কাজ করতেন। করোনাভাইরাসের মহামারির কারণে কাজ বন্ধ হয়ে গেলে এক বছর আগে বাড়ি চলে এসে অটোরিকশা চালানো শুরু করেন তিনি। স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে এক লাখ সাত হাজার টাকায় একটি অটোরিকশা কিনেছিলেন তিনি। জীবিকার জন্য প্রতিদিনের মতো গত সোমবার বিকেল ৫টার দিকে অটোরিকশা নিয়ে বের হলেও রাতে আর বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি। পরে আজ দুপুরে শম্ভুগঞ্জ ঝাউগড়া এলাকায় একটি ডোবার মধ্যে পাওয়া যায় তার লাশ। তবে সন্ধান মেলেনি অটোরিকশাটির। নিহত রুবেলের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে বেলা দেড়টার দিকে কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, সুরতহালে কপালে মাথায় আঘাত ও গলায় শ্বাসরুদ্ধ করে হত্যার আলামত পাওয়া যায়। ব্যাল্ট দিয়ে পা বাঁধারও চেষ্টা করা হয়েছিল। এদিকে রুবেলকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে তার স্বজন ও এলাকাবাসী।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম জানান, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যই চালক রুবেলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।