ময়মনসিংহে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেলতলী এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। গুরুতর আহত ব্যক্তিকে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এই খবর নিশ্চিত করে জানান, রাতে উপজেলার বেলতলী এলাকায় সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। তাকে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।