ময়মনসিংহে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১
সপ্তম দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত পাভেল মিয়া (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহতের চাচা রইসুদ্দিন ও ভাই রাসেল এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত পাভেল রঘুনাথপুর গ্রামের নুরুল আমীনের ছেলে।
নিহত পাভেল মিয়ার চাচা রইসুদ্দিন বলেন, নির্বাচন সংক্রান্ত বিরোধে গতকাল মঙ্গলবার সকাল ৮টাটার দিকে তার প্রতিপক্ষ গ্রুপ সালাম ও তার লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় আহত হন পাভেল (২০), পাভেলের বাবা নুরুল আমীন (৪০), চাচা রইস উদ্দিন (৬০) ও রইসুদ্দিনের স্ত্রী হাজেরা (৫০)। আহতরা প্রথমে ইশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরে মারা যান পাভেল।
রইসুদ্দিন আরও বলেন, হামলাকারীদের সঙ্গে জমিজমা নিয়ে আগে থেকে বিরোধ ছিল। নতুন করে নির্বাচনি বিরোধকে কেন্দ্র করে প্রতিশোধ নিতে তাদের ওপর হামলা চালানো হয়েছে।
জানা গেছে, নিহত পাভেল পরাজিত মেম্বার পদপ্রার্থী বাচ্চু মিয়ার সমর্থক আর হামলাকারী সালাম বিজয়ী মেম্বার মোহাম্মদ আলীর সমর্থক।