ময়মনসিংহে পিকআপচাপায় দুইজন নিহত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পিকআপভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচার আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনা পৌর এলাকার বড়বাজার এলাকার আবুল হোসেনের ছেলে আনন মানিক (২৫) ও নান্দাইলের আব্দুল হালিমের ছেলে আরিফ আহমেদ (২৬)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের দুই আরোহী খিচা আমিরাবাদ উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে একটি পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। দুর্ঘটনার পর চালক পিকআপসহ পালিয়ে গেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
এ ঘটনায় শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নিবে বলে জানান আবুল খায়ের।