ময়মনসিংহে বিএনপির করোনা হেলপ সেলে ওষুধ ও সুরক্ষা সামগ্রী প্রদান
ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় বিএনপির করোনা হেলপ সেলের জন্য ওষুধসহ সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ওষুধসহ এই সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
এ সময় বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহের দলীয় নেতাকর্মীসহ জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং ওষুধসহ সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
এমরান সালেহ প্রিন্স বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে দুঃসময়ে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
বিএনপিনেতা প্রিন্স জাতীয়তাবাদী কৃষক দলের ময়মনসিংহ উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক ও হালুয়াঘাট উপজেলার আহ্বায়ক মরহুম জয়নাল আবেদীন ফকিরের বাড়িতে গিয়ে মরহুমের স্ত্রী, ছেলে, ভাইসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা জানান। পরে তিনি মরহুমের কবর জিয়ারত এবং কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন, সহপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সহদপ্তর সম্পাদক, রফিকুল ইসলাম, যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম ডলার, কৃষকদলের আহ্বায়ক নয়ন মণ্ডল, যুগ্ম আহ্বায়ক কাছম উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।