ময়মনসিংহে বিএনপির দুই নেতার ওপর হামলা, মির্জা ফখরুলের নিন্দা
ময়মনসিংহ পাগলা থানার টাংগাব ইউনিয়ন বিএনপির নেতা শামছুল আলম এবং আকরাম হোসেন মীরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আহত দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘আজ বুধবার সকাল ৮টায় রাজনৈতিক হয়রানিমূলক মামলায় হাজিরা দিতে ময়মনসিংহ আদালতে যাওয়ার সময় পাগলা থানার কান্দিপাড়া বাজারে হামলার শিকার হন শামছুল ও আকরাম। উস্থি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাসেল, যুবলীগ সভাপতি মাসুদ, সবুজ মেম্বার, যুবলীগের সবুজ, ফরিদ, আজিজুল, মুক্তোর নেতৃত্বে সশস্ত্র হামলা চালিয়ে টাংগাব ইউনিয়ন বিএনপির নেতা শামছুল আলম ও আকরাম হোসেন মীরকে গুরুতর আহত করা হয়। হামলায় শামছুল আলমের ডান পা ভেঙে গেছে।’
ছাত্রলীগ, যুবলীগের ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান আক্তারুজ্জামান বাচ্চু।