ময়মনসিংহে ব্যবসায়িক দ্বন্দ্বে জাহিদ খুন, গ্রেপ্তার ৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ব্যবসায়ী জাহিদ (২৮) খুনের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ব্যবসায়িক দ্বন্দ্বে এ খুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা। খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার দুপুরে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মো. নাঈম ইসলাম, ঢাকার দক্ষিণখান এলাকার মো. হুসেন আলী, ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকার মো. রাসেল মিয়া (১৯) ও মো. সুমন মিয়া (১৯)। তারা সবাই ঢাকায় বসবাস করতেন। আজ ভোরে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিহত ব্যবসায়ীর দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গত ১৮ জুন শুক্রবার জেলার নান্দাইল উপজেলার অরণ্যপাশা এলাকায় ভাড়াবাসা থেকে ব্যবসায়ী জাহিদের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যবসায়ীর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়।
এই ঘটনায় নিহত ব্যবসায়ীর ভাই আসাদের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে নান্দাইল থানায় একটি হত্যা মামলা করা হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার ধরন বিবেচনায় তদন্তকালে ওই চার খুনিকে শনাক্ত করতে সক্ষম হয়। পরে অবস্থান নিশ্চিত হয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের কাছে আসামি মো. নাঈম ইসলাম নিহত জাহিদের সঙ্গে ব্যবসার টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় বলে স্বীকার করেন। পরে পূর্ব পরিকল্পিতভাবে তারা ঢাকা থেকে নান্দাইল এসে জাহিদকে হত্যা করে আবার ঢাকায় চলে যান বলেও পুলিশকে জানিয়েছেন নাঈম।