ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলায় আজ বুধবার আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১২ জন আহত হয়েছে। আহতদের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার রিপন, সুনামগঞ্জের বাবুল, ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের আমিনুল ইসলাম ও উজান ঘাগড়ার রিতা আক্তার (২১)।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক ও মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন আকন্দ এই খবর নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে আসা ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার রশিদপুর নামক স্থানে পৌঁছালে নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিপন ও বাবুলের মৃত্যু হয়। এ সময় শিশুসহ তিনজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
অপর দিকে ময়মনসিংহ-জামালপুর সড়কের মুক্তাগাছার সত্রাসিয়া নামক স্থানে গরুর ট্রাক, বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী ও সত্রাসিয়া বাজারের পথচারীসহ ১১ জন আহত হয়। তাদের মধ্যে নয়জনকে মুক্তাগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আমিনুল ইসলাম ও রিতা আক্তারকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে আসার পর মারা যান। আমিনুল ও রিতা অটোরিকশার যাত্রী ছিলেন।